ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন ৬০০ বিদেশি নাগরিক

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। টানা পাঁচদিন ধরে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন ৬০০ বিদেশি নাগরিক। 

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬০০’র বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছেন।

এই বিদেশি নাগরিকরা কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করছেন। সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুর বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

আজারবাইজান সরকারের সূত্র জানায়, যারা ইরান ছেড়েছেন তাদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে