ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের ভিডিও প্রকাশ

বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল রয়েছে এবং তা সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে—এমন দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের দৃশ্য, যেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ওই ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতা এবং আকাশে ছড়িয়ে পড়া আগুনের গোলা, যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

মেহের জানিয়েছে, তেহরানের আকাশসীমায় আসা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট, এবং এখনো সিস্টেমটি কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, আক্রমণ প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সক্ষম।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে