ইন্দোনেশিয়ার সঙ্গে দুর্দান্ত ড্র করল বাংলাদেশের মেয়েরা

 শনিবার, ৩১ মে, ২০২৫

ফিফা র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ত্রিদেশীয় টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ফুটবল খেলেছেন পিটার বাটলারের শিষ্যরা।

এই ম্যাচটি ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম, যেখানে মনিকা, ঋতুপর্ণারা রক্ষণভাগ আগলে রেখে একাধিক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন। যদিও সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি।

ইন্দোনেশিয়া ম্যাচে ৯টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারলেও, বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি শট লক্ষ্যে রাখে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পাননি তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমারা।

প্রথমার্ধে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার একটি জোরালো শট বাঁ দিক থেকে রুপনা চাকমা দারুণ দক্ষতায় ঠেকান। এরপর পাল্টা আক্রমণে ঋতুপর্ণা চামকাকে শট নেওয়ার আগেই প্রতিপক্ষ ক্লিয়ার করে দেয়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচে সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা রুপনার অনুপস্থিতিতে ক্লডিয়া আলেকসান্দ্রা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। পরক্ষণেই ইন্দোনেশিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ বাঁশিতে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের মাধ্যমে জর্দান সফরে আত্মবিশ্বাসী শুরু করল লাল-সবুজের মেয়েরা। ৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে