ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩

 শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিসহ দু’টি দ্বীপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার ডেনপাসার শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর বালি দ্বীপে বন্যা ও ভূমিধস হয়েছে জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)। সেখানে আজ চারজনের লাশ পাওয়া গেছে এবং আরো দু’জন নিখোঁজ রয়েছে।

বালিতে আগেই ১৪ জন এবং ফ্লোরেস দ্বীপে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর আজ আবারো চারজনের লাশ পাওয়া গেল।

বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো বলেন, বন্যাদুর্গতদের খাবার, পোশাক ও বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তার অনুমান, এই বন্যায় প্রায় ১ দশমিক ৫২ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে