আরব আমিরাতে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা!

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে মে মাসে তাপমাত্রা রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের ২৪ মে আবুধাবির আল আইন সংলগ্ন স্বেইহান এলাকায় তাপমাত্রা দাঁড়ায় ৫১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২০ বছরের মধ্যে মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। খবর গালফ নিউজ।

আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, এটি ২০০৩ সাল থেকে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে আল শাওয়ামেখে, যেখানে তাপমাত্রা পৌঁছেছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াসে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এসসিএম) জানায়, চলতি বছর মে মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৩ থেকে ২০২৪ সালের গড় ৩৯.২ ডিগ্রির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তারা জানান, দেশের আবহাওয়া এখন স্বাভাবিকের চেয়ে গড়ে ১.৫ ডিগ্রি বেশি উত্তপ্ত, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রতিফলন।

আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ দিক থেকে আসা নিম্নচাপ বলয়সহ বিভিন্ন বায়ুমণ্ডলীয় কারণে এমন চরম গরম দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতেও তাপমাত্রা এভাবেই বাড়তে পারে এবং ৫০ ডিগ্রির কাছাকাছি বা তারও বেশি পৌঁছাতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ জুন গ্রীষ্মের সূচনার পর তাপমাত্রা নিয়মিতভাবে ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বছরজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার ধারা এ বছর আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে