অবশেষে সেই ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল তালেবান

 শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে সেই ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল আফগানিস্তানের তালেবান। দীর্ঘ ৮ মাস আটক থাকার পর তাদেরকে মুক্তি দেওয়া হলো। 

শুক্রবার কাতারের মধ্যস্থতায় ওই দম্পতিকে মুক্তি দেয় তালেবান। পরবর্তীতে তারা কাতারের দোহায় পৌঁছান এবং সেখানে নিজের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই দম্পতির নাম পিটার রেনল্ডস (৮০) ও বার্বি (৭৬)। যারা দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করে আসছিলেন। নিজ দেশে ফেরত যাওয়ার সময় ১ ফেব্রুয়ারি তাদেরকে আটক করে তালেবান কর্তৃপক্ষ। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল চেক আপের পর তাদেরকে ব্রিটেনে পাঠানো হবে। এর আগে ওই দম্পতির বিরুদ্ধে আফগানিস্তানে আইন ভঙ্গের অভিযোগ আনে তালেবান। বিচারিক কার্যক্রম শেষের হওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়া হয়। তবে তাদেরকে আটকের কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

দোহায় অবতরণের পর মিসেস রেনল্ডস বলেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সেখানে তিনি কাতার ও ব্রিটিশ প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ওই দম্পতির মেয়ে সাংবাদিকদের বলেন, পিতা-মাতার সঙ্গে তার শেষ গত শনিবার কথা হয়েছিল এবং তারা ঘরে ফেরার জন্য প্রস্তুত। পিটার ও বার্বি ১৯৭০ সালে কাবুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা গত ১৮ বছর ধরে আফগানিস্তানে আছেন এবং সেখানে তাদের একটি দাতব্য সংস্থা আছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে