অবকাশ শেষে রবিবার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে বিচারকাজ

 বুধবার, ১৮ জুন, ২০২৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯ বেঞ্চ গঠন করা হয়েছে।

অবকাশ শেষে আগামী রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের ঈদুল আজহার ছুটিসহ অবকাশ রয়েছে। এর মাঝে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে চলছে বিচারকাজ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে